বানিয়াচংয়ে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
স্টাফ রিপোর্টার, বানিয়াচং থেকে ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল মজিদ খান এমপি বলেছেন, ‘বঙ্গবন্ধু, আওয়ামী লীগ, বাংলাদেশ’ ইতিহাসে এই তিনটি নাম একই সূত্রে গাঁথা। আওয়ামী লীগ মানেই দেশের স্বাধীনতা, স্বাধীন মানচিত্র, স্বাধীন পতাকা। গণমানুষের ভাব-ভাবনার ধারকই আওয়ামী লীগ। জনগণই আওয়ামী লীগের মূল শক্তি। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার প্রজ্ঞা ও সাহসিকতায় টানা ১১ বছরের শাসনামলে দেশের আর্থসামাজিক উন্নয়ন দেশ ও বিদেশে ব্যাপক প্রশংসিত হয়েছে। মানুষের মাথাপিছু আয় বেড়েছে। বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ সর্বক্ষেত্রে যুগান্তকারী সাফল্যে এসেছে। রবিবার বিকালে জননী কমিউনিটি সেন্টারে বানিয়াচং আওয়ামী লীগ আয়োজিত দলটির ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টারের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তজম্মুল হক চৌধুরী। সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আলহাজ্ব হারুন মিয়া, বিপুল ভূষণ রায়, শেখ ফরিদ মিয়া, আহম্মদ লস্কর, সাবেক আবদুল কাদির তুফানি, যুগ্মসাধারণ সম্পাদক এনামুল হোসেন খান বাহার, সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া লিলু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু মোতালেব খান লেবু, জনাব আলী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি শাহ নেওয়াজ ফুল মিয়া, সাবেক জিএস নজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান ফারুক আমিন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসিনা আক্তার, ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান, উপজেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মওদুদ আল মাহমুদ, যুবলীগের সহ-সভাপতি ছায়েব আলী, সাধারণ সম্পাদক আলমগীর মিয়া, স্বেচ্ছাবেক লীগ সাধারণ সম্পাদক আবু আশরাফ চৌধুরী বাবু, ছাত্রলীগ সাধারণ সম্পাদক রিপন চৌধুরী, তাঁতী লীগের সভাপতি রুবেল খান সহ উপজেলার ১৫ ইউপি আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকদ্বয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com