স্টাফ রিপোর্টার ॥ আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে হবিগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে হবিগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ ফজলুল জাহিদ পাভেলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী। সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উপসচিব নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব তারেক মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মর্জিনা আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামছুজ্জামান, হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম প্রমূখ। এর আগে একটি বর্ণাঢ্য র্যালি হবিগঞ্জ শহর প্রদক্ষিণ করে।
হবিগঞ্জ সফরকালে বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী গোপায়া ইউনিয়ন পরিষদ ও ডিজিটাল সেন্টার, হামুয়া আশ্রয়ন প্রকল্প, দুর্যোগ সহনীয় ঘর, উপজেলা ভূমি অফিস হবিগঞ্জ সদর এবং জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব মুন্সীখানা শাখা পরিদর্শন করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com