স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ ও চুনারুঘাটে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু ঘটেছে। নবীগঞ্জ প্রতিনিধি জানান, নবীগঞ্জের পল্লীতে ইমন আহমদ নামে ২ বছরের এক শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে। নিহত ইমন উপজেলার দীঘলবাক ইউনিয়নের বহরমপুর গ্রামের মুজিব মিয়ার পুত্র। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে ইমন সবার অগোচরে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুজির পর পুকুর থেকে তার ভাসমান দেহ উদ্ধার করেন পরিবারের লোকজন। পরে তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, চুনারুঘাট উপজেলার আদমপুর গ্রামে শাকিল মিয়া নামে ২ বছরের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। সে ওই গ্রামের দুলাল মিয়ার পুত্র। গত শনিবার বিকেলে বাড়ির পাশে উঠানে খেলা করার সময় সকলের অগোচরে পাশর্^বর্তী পুকুরে পড়ে যায় শাকিল। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর সন্ধ্যায় শাকিলের মৃতদেহ ভাসমান দেখতে পান। তবে তাদের সন্দেহ হয় শাকিলকে কেউ পুকুরে ফেলে হত্যা করে থাকতে পারে। চুনারুঘাট থানায় খবর দিলে এসআই আল-আমিন লাশটি উদ্ধার করে সুরতহাল শেষে মর্গে প্রেরণ করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com