চুনারুঘাট প্রতিনিধি ॥ বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রাম ও অর্জনে গৌরবময় পথচলার ৭০ বছর উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক আরিফুল হাই রাজিবের উদ্যোগে উপজেলার শতাধিক প্রয়াত ও প্রবীণ আওয়ামীলীগের নেতাকর্মীকে সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার বিকেল ৪টায় বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মোস্তফা শহীদ অডিটরিয়ামে অনুষ্ঠিত এ সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর। বিশেষ অতিথি ছিলেন সংবর্ধিত ব্যক্তিত্ব উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ মোতাব্বির আলী, আওয়ামীলীগ নেতা ইমান আলী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে এম আনোয়ার হোসেন, রফিকুর রহমান রফিক, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল আলম রুবেল, কৃষকলীগ সভাপতি শাহজাহান চৌধুরী, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুর রহমান, ছাত্রলীগের আহবায়ক সোহেল আরমান, যুগ্ম আহবায়ক ইফতেখার রিপন, চা শ্রমিক নেতা নৃপেন পাল, কাঞ্চন পাত্র, যুবরাজ ঝড়া, অভিলাশ গোস্বামী। এতে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, তাঁতীলীগ, শ্রমিকলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com