সৈয়দ মোহাম্মদ ইব্রাহীম ॥ আজ অনুষ্ঠিত হচ্ছে হবিগঞ্জ পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচন। নির্বাচনে মোট ২০টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। কেন্দ্রগুলো হলো- উমেদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় (বানিয়াচং রোড, হবিগঞ্জ), ভোটার সংখ্যা- ৩০৯৪; উমেদনগর শাহজালাল মাদ্রাসা, ভোটার সংখ্যা- ৩০২৮; জামেয়া ইসলামিয়া টাইটেল মাদ্রাসা, নবীগঞ্জ রোড, হবিগঞ্জ, ভোটার সংখ্যা- ১২৮১; গরুর বাজার সওদাগর কৃষ্ণধন সরকারি প্রাথমিক বিদ্যালয়, যশেরআব্দা, ভোটার সংখ্যা- ২৯০৯; নিরদাময়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় (কালিগাছতলা), ভোটার সংখ্যা- ৩১২৬; প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট, পিটিআই রোড, ভোটার সংখ্যা- ২১০৫; চৌধুরী বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় (দ্বিতল ভবন), নাতিরাবাদ, ভোটার সংখ্যা- ২৩৩১; চৌধুরী বাজার প্রাথমিক বিদ্যালয় (একতলা ভবন ও টিনশেড ভবন), নাতিরাবাদ, ভোটার সংখ্যা- ২৪০৪; হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, টাউন হল কোয়ার্টার, তিনকোণা পুকুর পাড়, ভোটার সংখ্যা- ৩৬১৩; রামচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, পুরান মুন্সেফী কোয়ার্টার, ভোটার সংখ্যা- ১৪২৪; গোসাইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্যামলী আবাসিক এলাকা, ভোটার সংখ্যা- ১৮৪২; স্টাফ কোয়ার্টার সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভোটার সংখ্যা- ৩৪১৬; বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (১ম ভবন), প্রেসক্লাব রোড, ভোটার সংখ্যা- ২০১৫; বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (২য় ভবন), প্রেসক্লাব রোড, ভোটার সংখ্যা- ২১৭৯; টাউন মডেল বালক-বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নজির মার্কেট রোড, ভোটার সংখ্যা- ১৬৭০; জেকে এন্ড এইচকে উচ্চ বিদ্যালয়, শায়েস্তানগর আবাসিক এলাকা, ভোটার সংখ্যা- ৩৩১৫; হবিগঞ্জ দারুচ্ছুন্নাৎ কামিল মাদ্রাসা, শায়েস্তানগর রোড, তেঘরিয়ার পশ্চিম পাশে, ভোটার সংখ্যা- ১৪৭০; জেলা পরিষদ ভবন (সার্কিট হাউজ), ভোটার সংখ্যা- ২১৫৫; গাউছিয়া জামিয়া সাদিয়া সুন্নিয়া মাদ্রাসা, শায়েস্তানগর, ভোটার সংখ্যা- ২৯২৮ ও মাছুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, ভোটার সংখ্যা- ১৫১৫। এই কেন্দ্রগুলো নিয়ে এখন আলোচনা। কোন কেন্দ্রে নির্বাচনী পরিবেশ কেমন থাকবে। তবে শান্তিপূর্ণ নির্বাচন চান হবিগঞ্জ পৌরবাসী।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com