স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঔষধ বাজারে অব্যবস্থাপনা দেখা দিয়েছে। মানা হচ্ছে না আইন ও স্বাস্থ্য নীতিমালা। এছাড়া বিভিন্ন স্থানে আবির্ভাব ঘটেছে ভূয়া ডাক্তারের। রেজিস্ট্রার চিকিৎসক নন এমন ব্যক্তিরা উচ্চ আদালতের আদেশ উপেক্ষা করে ফার্মেসীগুলোতে বিক্রি হচ্ছে উচ্চ ক্ষমতাসম্পন্ন এন্টিবায়েটিক ও মেয়াদউত্তীর্ণ ঔষধ। স্থানীয় লোকদের অভিযোগ মাধবপুর বাজারে এক ঔষধ বিক্রেতা তার নিজস্ব ব্যবস্থাপত্রে এন্টিবায়েটিক ঔষধ লিখছেন রোগীদের জন্য। তার ঔষধ সেবন করে রোগ কমার চেয়ে আরো বেড়েছে। মাধবপুর উপজেলা পৌরসভা সহ ১১টি ইউনিয়নে প্রায় ২শ ফার্মেসীতে রোগীদের মৌখিক রোগের বিবরণ শুনে ঔষধ বিক্রি করছেন ফার্মেসীর লোকজন। যাদের অধিকাংশেরই ফার্মাসিস্ট প্রশিক্ষণ নেই।
এ ব্যাপারে ওই ঔষধ বিক্রেতার সাথে কথা বললে তিনি জানান, আমি সাধারনত গরীব রোগীদের চিকিৎসা করি। যারা ব্যবস্থা ফি দিতে পারে না এমন রোগীদের আমি চিকিৎসা দিয়ে থাকি। আমার ডিএমএফ প্রশিক্ষণ করা আছে। এ ব্যাপারে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইশতিয়াক আল মামুন জানান, কোন রেজিস্ট্রার চিকিৎসক ছাড়া অন্য কেউ এন্টিবায়োটিক ব্যবস্থাপত্র দিতে পারে না। এটি সম্পূর্ণ বেআইনি। ঔষধ বিক্রেতা যে এন্টিবায়োটিক লিখেছেন এটি তৃতীয় প্রজন্মের এন্টিবায়োটিক। এটি সেবন করা হলে রোগীর স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যাবে। মাধবপুর বাজারসহ বিভিন্ন হাটবাজারে বিভিন্ন ফার্মেসীতে উচ্চ আদালতের আদেশ অমান্য করে এন্টিবায়োটিক সহ বিভিন্ন ঔষধ বিক্রি করা হচ্ছে। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতারান জানান, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী আমাদের অভিযান চলমান রয়েছে। যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com