স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও হবিগঞ্জ জেলার প্রথম দৈনিক সংবাদপত্র প্রতিদিনের বাণীর সম্পাদক মোহাম্মদ শাবান মিয়া ও মিসেস ফয়জুন্নাহার শিমুর একমাত্র কন্যা ডাঃ শারমিন নাহার সিথিঁর সাথে ব্র্যাক ইউনিভার্সিটির ফার্মাসি বিভাগের সিনিয়র লেকচারার সামিউল আলম রাজিবের শুভ বিবাহ সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে গত ২১ জুন ঢাকার থাইচি কনভেনশন হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাক-কান-গলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ কামরুল হাসান তরফদার, সরকারের অতিরিক্ত সচিব জালাল আহমেদ, অতিরিক্ত সচিব মনীন্দ্র কিশোর মজুমদার, ঢাকার সিনিয়র জেলা ও দায়রা জজ আবু সৈয়দ দিলজার হোসেন দুলাল, যুগ্ম-সচিব শফিউল হক, কবির কলেজ ও জহুরচান বিবি মহিলা কলেজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কবীর, উপ-সচিব আজিজুল হাসান শামীম, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আতিকুর রহমান আতিক, হবিগঞ্জের প্রাক্তন এসডিপিও মালিক খসরু, পূবালী ব্যাংক লিঃ এর জেনারেল ম্যানেজার সৈয়দ সাইফুল ইসলাম, প্রবীণ আইনজীবী প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক আফরাজ আফগান চৌধুরী, ঢাকা মেট্রোপলিটন পুলিশের এডিসি নুরুল আমিন, সাবেক উপ-সচিব মিজানুর রহমান, হবিগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রাজ্জাক, সাংবাদিক আফসার আহমেদ রূপক অনুষ্ঠানে স্বপরিবারে উপস্থিত ছিলেন। এছাড়াও দেশের প্রথিতযশা সরকারি কর্মকর্তা, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত হওয়ায় সম্মানিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন মোহাম্মদ শাবান মিয়া ও মিসেস ফয়জুন্নাহার শিমু। একই সাথে তাঁরা নবদম্পতির জন্য দোয়া ও আশির্বাদ কামনা করেছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com