স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামী শাহেদ আলীকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ভোররাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকার সাভার এলাকা থেকে গ্রেফতার করে। সে উপজেলার ধর্মঘর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের ওয়াহেদ আলীর পুত্র।
কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুর্শেদ আলম জানান, গত ১৮ জুন দিবাগত রাতে উপজেলার দূর্গাপুর গ্রামে ৯ম শ্রেণীর এক ছাত্রীকে তাদের ঘরে প্রবেশ করে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণ করে শাহেদ আলীসহ তার সহযোগীরা। পরে তাকে ঘটনাটি কাউকে না বলার জন্য হুমকি দিয়ে চলে যায় লম্পটরা। এক পর্যায়ে এ ঘটনাটি জানতে পেরে বৃহস্পতিবার ওই ছাত্রীর পিতা বাদী হয়ে মাধবপুর থানায় শাহেদ আলীকে প্রধান আসামী করে ধর্ষণ মামলা দায়ের করেন।
মুর্দেশ আলম আরো জানান, এ ঘটনায় শাহেদ আলীর সহযোগী মোস্তফা মিয়াকে (৩৫) গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়েছে। অন্যান্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। এছাড়াও ভিকটিমের ডাক্তারি পরীক্ষা ও ২২ ধারায় জবানবন্দি গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com