স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার সকালে দলীয় কার্যালয়ের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি, সহ সভাপতি অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর সৈকত, সদস্য মোস্তফা কামাল আজাদ রাসেলসহ নেতৃবৃন্দ। পুষ্পস্তবক অর্পণ শেষে মোনাজাত পরিচালনা করেন এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। এর আগে গত শনিবার সন্ধ্যায় টাউন হল রোডস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com