স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী আহমেদ কবির আজাদের নামে কে বা কারা ভূয়া ফেসবুক আইডি খুলেছে। ওই আইডিতে তাঁর ছবি ব্যবহার করে অসামাজিক মন্তব্য ও রাজনৈতিক বিভিন্ন বক্তব্য পোস্ট করছে দুর্বৃত্তরা। এ বিষয়টি অবগত হয়ে ব্যবসায়ী আহমেদ কবির আজাদ হবিগঞ্জ সদর মডেল থানায় গতকাল রবিবার জিডি এন্ট্রি করেছেন। জিডিতে তিনি উল্লেখ করেন তাঁর ফেসবুক আইডি অযসবফ কধনরৎ অুধফ হুবহু নাম ব্যবহার করে কে বা কারা বিভিন্ন ছবি পোস্ট ও অসামাজিক মন্তব্য ও রাজনৈতিক বিভিন্ন বক্তব্য দিয়ে স্ট্যাটাস দিচ্ছে। এতে যে কোন সময় তাঁর জীবন হুমকি মুখে পড়তে পারে এবং বা সামাজিকভাবে তিনি হেয় প্রতিপন্ন হতে পারেন। এমন আশংকায় তিনি হবিগঞ্জ সদর মডেল থানায় জিডি করেন। জিডির বিষয়টি দৈনিক হবিগঞ্জের মুখকে নিশ্চিত করেছেন ব্যবসায়ী নেতা আহমেদ কবির আজাদ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com