স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার হরিণখোলা গ্রাম থেকে হাবিবুর রহমান (২৫) নামে এক যুবকের ভাসমান লাশ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। সে ওই গ্রামের মজিবুর রহমানের পুত্র। সে মানসিক ভাবে ভারসাম্যহীন ছিল বলে জানা গেছে।
কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই আব্দুর রহমান জানান, শনিবার দুপুরে গোসল করার জন্য বাড়ি থেকে বের হয়ে যায় হাবিবুর রহমান নামে ওই ভারসাম্যহীন যুবক। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। রোববার দুপুরে বাড়ির পার্শ্ববর্তী ওই পুকুরে তার ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশকে বিষয়টি অবগত করে।
এসআই আরো জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এর পেছনে অন্য কোনো কারণ থাকলে খতিয়ে দেখা হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com