এসএম সুরুজ আলী ॥ হবিগঞ্জ পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে ৫ জন প্রার্থী প্রতিন্দ্বন্দ্বিতা করছেন। তাঁদের মধ্যে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিজান (নৌকা) ভোট দেবেন তাঁর নিজ গ্রাম উমেদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। তাঁর পরিবারের লোকজনও ওই কেন্দ্রে ভোট দিবেন। আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু ভোট দেবেন হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। তাঁর স্ত্রীসহ পরিবারের অন্যান্যরাও এ কেন্দ্রে ভোট দেবেন। আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী কামরুল হাসান ভোট দেবেন রামচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এ কেন্দ্রে তাঁর পরিবারের লোকজনও ভোট দেবেন। আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মোঃ মর্তুজ আলী টাউন মডেল বালক-বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এ কেন্দ্রে তাঁর স্ত্রীসহ স্বজনরা ভোট প্রদান করবেন। স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা এম ইসলাম তরফদার তনু বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করবেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com