নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মুকিমপুর গ্রামে জায়গা নিয়ে বিরোধকে কেন্দ্র করে রবিবার দুপুরে দুদল লোকের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় ১ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহতদের নবীগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, ওই গ্রামের মুহিত খান ও জরিফ মিয়ার মধ্যে বেশ কিছুদিন ধরে জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে বিচার সালিশ ও অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিচারকদের নিয়ে জরিফ মিয়ার লোকেরা লেখালেখি করে। এ ঘটনার বিষয়ে তাদের কাছে জানতে চাইলে সামাজিক বিচারকদের সাথে বাদানুবাদ হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন উপস্থিত হলে সংঘর্ষ বেধে যায়। এ সময় সালিশ বিচারক ও দু’পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ চলে। প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের লোকজন আহত হয়। পরে গ্রামের লোকজন চেষ্টা করে সংঘর্ষ নিয়ন্ত্রণ করেন। সংঘর্ষে গুরুতর আহতরা হলো ছাব্বির খাঁন (২৬), আশিক খাঁন (৫৬), হাজী তাজুল খাঁন (৬০), কাউছার খাঁন (২৫), মুহিব খাঁন, (২৬), আমরু খাঁন (৩৫)।