নিতেশ দেব, লাখাই থেকে ॥ “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই শ্লোগানকে সামনে রেখে লাখাই উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৪৮তম জাতীয় সমবায় দিবস ২০১৯। শনিবার সকাল ১১টায় জাতীয় সমবায় দিবস ২০১৯ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা হলরুমে সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা কর্মকারের সভাপতিত্বে ও বামৈ সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম সারোয়ার ভূইয়ার উপস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন লাখাই উপজেলা সমবায় কর্মকর্তা ইসমাইল তালুকদার রাহী। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন লাখাই উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ মুশফিউল আলম আজাদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম আলম। বক্তব্য রাখেন মুড়িয়াউক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মলাই, প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলী নোয়াজ, মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম, বীর মুক্তিযোদ্ধা মাস্টার তাজুল ইসলাম, আব্দুল আহাদ, জাহির মেম্বার, মাইনুর আক্তার, খাইরুল ইসলাম প্রমূখ। শেষে শ্রেষ্ঠ সমবায়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com