স্টাফ রিপোর্টার ॥ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন এমপি একদিনের জন্য হবিগঞ্জ জেলা সফরে এসেছেন। তিনি গতকাল শনিবার রাতে হবিগঞ্জ সার্কিট হাউজে পৌঁছলে জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান এবং ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানানোকালে উপস্থিত ছিলেন এমপি অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী এমপি। আজ সকাল ১১টায় প্রতিমন্ত্রী নবীগঞ্জ উপজেলার ওমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com