নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের ফরিদপুর গ্রামে জুয়া খেলার সময় ৪ জুয়াড়িকে আটক করে শনিবার বিকালে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩ মাসের জেল জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন-হাসান।
সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ১০নং দেবপাড়া ইউনিয়নের ফরিদপুর গ্রামে একদল জুয়াড়ি দিনদুপুরে প্রকাশ্যে জুয়া খেলে আসছিলো। গত শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নবীগঞ্জ উপজেলার গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এসআই মাজহারুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে হলিমপুর গ্রামের পাবলু (৩০), ফরিদপুর গ্রামের মাসুক মিয়া (৪০), সাটিয়া গ্রামের লিলু মিয়া (৪৫) ও দেওয়াননগর গ্রামের আব্দুল হামিদকে (৫০) আটক করে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন-হাসানের কাছে হাজির করা হলে তিনি জুয়াড়িদের ৩ মাসের জেল অনাদায়ে ১৩ হাজার টাকা করে জরিমানা করেন। পরে আসামীরা জরিমানা প্রদান করলে তাদেরকে গণ্যমান্য ব্যক্তিদের জিম্মায় ছেড়ে দেয়া হয়। এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com