স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে জেএসসি, জেডিসি ও ভোকেশনাল পরীক্ষার প্রথম দিনে কেন্দ্র পরিদর্শন করেছেন হবিগঞ্জ-৩ আসনের এমপি এবং জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। শনিবার বেলা ১২টার দিকে তিনি প্রথমে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে যান। এ সময় তাঁর সাথে ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারেক মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ শামছুজ্জামান, সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম এবং জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জিয়া উদ্দিনসহ কর্মকর্তাবৃন্দ।
প্রসঙ্গত, প্রথমদিনে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত জেএসসি ও ভোকেশনালের বাংলা এবং জেডিসির কুরআন মাজীদ ও তাজবীদ বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com