স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট ও বানিয়াচঙ্গে দুই যুবতী বিষপানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। মমূর্ষ অবস্থায় তাদেরকে হবিগঞ্জ আড়াইশ’ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্র জানায়, বানিয়াচঙ্গ সদরের তারাসই গ্রামের শামীম মিয়ার স্ত্রী কলি আক্তার (১৮) শনিবার বিকেলে পারিবারিক কলহের জের ধরে বিষপান করে ছটফট করতে থাকে। একই সময় চুনারুঘাট উপজেলার রাজার বাজার গ্রামের হাসন আলী কন্যা রিপা আক্তার (১৯) একই কারণে বিষপান করে ছটফট করতে থাকলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এ ব্যাপারে সদর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার জানান, তাদের অবস্থা আশঙ্কামুক্ত, তবে অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিলেট প্রেরণ করা হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com