চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে শেখ রাসেল ‘সিক্স-এ সাইড’ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৩টায় স্থানীয় ডিসিপি হাই স্কুল মাঠে এ ম্যাচের আয়োজন করে চুনারুঘাট শেখ রাসেল স্পোর্টিং ক্লাব। খেলা শেষে আলোচনা সভায় শেখ রাসেল স্পোর্টিং ক্লাবের সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আব্দুল্লাহ শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মাইদুল ইসলাম ও আতাউর রহমানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আরিফুল হাই রাজীব ও সমাপনী বক্তব্য রাখেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পিপি এম আকবর হোসেন জিতু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সজল দাস, উপজেলা যুবলীগের সেক্রেটারী কেএম আনোয়ার হোসেন, দেওরগাছ ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারী সত্যেন্দ্র দেব, দৈনিক যুগান্তরের সিনিয়র স্টাফ রিপোর্টার আলমগীর তালুকদার, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারী আবুল কালাম আজাদ, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সভাপতি খন্দকার আলাউদ্দিন, চুনারুঘাট পৌর যুবলীগের আহবায়ক নাজমুল ইসলাম বকুল, যুগ্ম আহবায়ক মাজেদুল ইসলাম লুবন, বাদল মিয়া, ব্যবসায়ী নেতা সাজিদুল ইসলাম, যুবলীগ নেতা জোনাইদ মিয়া, ছাত্রলীগ নেতা হোসাইন মোহাম্মদ আল আমিন, সাজিদ আহমেদ সহ খেলোয়াড়বৃন্দ। খেলায় বঙ্গবন্ধু স্পোর্টিং ক্লাব বনাম পার্টনার স্পোর্টিং ক্লাব মুখোমুখি হয়। এতে পার্টনার স্পোর্টিং ক্লাব ২৫ রানে জয়ী হয়। বিজয়ীদের হাতে একটি ফ্রিজ ও রানার্সআপ দলের হাতে একটি এলইডি টেলিভিশন তুলে দেন উক্ত টুর্নামেন্টের পৃষ্ঠপোষক আওয়ামী লীগের নেতা ইঞ্জিনিয়ার আরিফুল হাই রাজীবসহ অতিথিবৃন্দ।
উল্লেখ্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৬তম জন্মদিন উপলক্ষে ‘চুনারুঘাট শেখ রাসেল স্পোর্টিং ক্লাব’ এর উদ্যোগে উক্ত টুর্নামেন্টের আয়োজন করা হয়।