মোঃ আলাল মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে এলাকার প্রতিবেশী মহিলাদের নোংরা অঙ্গভঙ্গি ও চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে নারী-শিশুসহ ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যা ৭টায়।
অহত সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের হরিধরপুর গ্রামের আবু ছালেক ও কামাল মিয়ার মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছে ও তাদের মধ্যে একাধিক মামলা মোকদ্দমা রয়েছে। এরই জের ধরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অতন্ত ১৫ জন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়। এসময় আশঙ্কাজনক অবস্থায় জাহাঙ্গীর মিয়া (২৭) ও আলেকজান বিবি (৮৫) নামে দু’জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অন্যান্য আহতদের মধ্যে রয়েছেন খালেদ মিয়া (২৮), হেলাল মিয়া (২৫), সুহেল মিয়া (১৯), আলি আহমদ (২০), দিদার মিয়া (১৩), আব্দুল হাই (২৯), সমছু মিয়া (৭০), আলেকজান বিবি (৮৫), জায়েদা বেগম (৩০), কামরান মিয়া (১০), জাহাঙ্গির মিয়া (২৭)। এ ঘটনায় উভয়পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য পাওয়া গেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে নবীগঞ্জ থানা পুলিশ। এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়েছি, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com