স্বপন বণিক, আজমিরীগঞ্জ থেকে ॥ “বঙ্গবন্ধুর দর্শন, সমবায় উন্নয়ন” প্রতিপাদ্য সামনে রেখে আজমিরীগঞ্জে ৪৮তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে আলোচনা ও বর্ণাঢ্য র্যালি বের করা হয়। দুপুর ১২টায় উপজেলা পরিষদ থেকে বর্ণাঢ্য র্যালিটি আজমিরীগঞ্জ বাজার প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের এসে শেষ হয়। র্যালিতে অংশ নেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান। পরে উপজেলা হলরুমে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি অ্যাডভোকেট আব্দুল মজিদ খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসান, জেলা পরিষদের সদস্য ও বিআরডিবি’র চেয়ারম্যান মোঃ নজমুল হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী সরকার। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার সৈয়দ হোসেন। সভায় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আলী আমজাদ তালুকদার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনোয়ার আলী, সাবেক ইউপি চেয়ারম্যান তকছির মিয়া প্রমূখ। সভা শেষে মাঠ পর্যায়ে শ্রেষ্ঠ সমবায় সমিতির মধ্যে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com