স্টাফ রিপোর্টার ॥ জাঁকজমকপূর্ণভাবে হবিগঞ্জ ছাত্র সমন্বয় ফোরামের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গত শুক্রবার হবিগঞ্জ শহরের এম সাইফুর রহমান টাউন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। সংগঠনের সভাপতি বিদ্যুৎশাহী আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সামছুজ্জামানের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শামীম আহছান, মোঃ ফজলুর রহমান, হবিগঞ্জ জেলা বিএমএর সাধারণ সম্পাদক ডাঃ সৈয়দ মুজিবুর রহমান পলাশ, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, বৃন্দাবন সরকারী কলেজের প্রভাষক জামাল উদ্দিন। বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ সুলতান মোঃ কাওসার, সাবেক সাধারণ সম্পাদক মোঃ কাউছার আহমেদ, বতর্মান সহ-সভাপতি আসাদুজ্জামান উজ্জল, বৃন্দাবন সরকারী কলেজ শাখা কমিটির আহ্বায়ক আব্দুল্লাহ আল নাহিদ। উপস্থিত ছিলেন কাজী মুছা, সাজিদুল ইসলাম, রুবেল মজুমদার, মাহমুদুল হাসান, খলিলুর রহমান রুবেল, প্রিন্স, জয়নাল আবিদন, ফয়েজ আহমেদ, মোঃ জাকির খাঁন, মোঃ মনিরুজ্জন মনির, কে এম আবু বকর, মোঃ শহিন, পলাশ সরকার, মোঃ রাসেল, মোঃ এনায়াত, আদনান বিন আনোয়ার, আব্দুল মোসাদ্দেক, মোঃ আলামিন, ফয়সাল আমিন, সাকিব আহমেদ চৌধুরী, মহিবুর রহমান, মোঃ মোহন প্রমূখ। সভা শেষে অতিথিবৃন্দ সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইতিপূর্বে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ তুলে দেন। সভায় প্রধান অতিথি এমপি আবু জাহির বলেন, একঝাক শিক্ষিত তরুণ যুবকের সমন্বয়ে হবিগঞ্জ হবিগঞ্জ ছাত্র সমন্বয় ফোরামের সকল কার্যক্রম অত্যন্ত প্রশংসিত। এই কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আমার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে।
মেয়র মিজানুর রহমান বলেন, হবিগঞ্জ ছাত্র সমন্বয় ফোরাম আর্তমানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে তা প্রমাণিত হয়েছে। তিনি উক্ত সংগঠনের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com