নুর উদ্দিন সুমন ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশি ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের পূর্ব পাড়ার চৌকার রাস্তার পাটলী গাছের নিচ থেকে অজ্ঞাত (৫০) এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। ২ নভেম্বর বিকাল সাড়ে ৩টায় গাছের ঝোপে মহিলার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে চুনারুঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) ভূপেন্দ্র চন্দ্র বর্মন সঙ্গীয় ফোর্স এমরানসহ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। চুনারুঘাট থানার এসআই ভূপেন্দ্র চন্দ্র বর্মন জানান, মহিলাটির পরনে রয়েছে পুরুষের গেঞ্জি। ধারনা করা হচ্ছে মহিলাটি পাগল, তার শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। তবে মর্গের রিপোর্ট পেলে প্রকৃত কারণ জানা যাবে। চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক জানান, লাশের পরিচয় উদঘাটনের জন্য দেশের সকল থানায় বেতার বার্তা দেওয়া হয়েছে। এ ব্যপারে থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com