রায়হান উদ্দিন সুমন, বানিয়াচং থেকে ॥ বানিয়াচঙ্গে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বানিয়াচং উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি। উপজেলা নির্বাহী অফিসার মামুন খন্দকারের সভাপতিত্বে ও উপজেলা সহকারি সমবায় পরিদর্শক আবুল কালাম আজাদের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার ও জেলা পরিষদ সদস্য নাজমুল হক। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার দেবাশীষ দেব। দিবসটি উপলক্ষে সকালে বর্ণাঢ্য র্যালি বড়বাজারের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সভা শেষে উপজেলার শ্রেষ্ঠ সমবায়ীদের হাতে পুরষ্কার তোলে দেন অতিথিবৃন্দ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com