সংবাদদাতা ॥ বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সংগঠনের অস্থায়ী কার্যালয়ে জেলা সভাপতি শেখ মোঃ ইউনূছ মিয়ার সভাপতিত্বে এবং অর্থ সম্পাদক ইউসুফ আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন সংগঠনের কার্যকরি সিনিয়র সহ-সভাপতি ললিত বৈদ্য মানিক, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মিয়া, বাবুল মিয়া, ইদ্রিছ মিয়া, এখলাছ মিয়া, অন্তর তাঁতী, জিয়া উদ্দিন, নিখিল সরকার, আব্দুল হক, হেনা রানী, কুলসুমা শেফালী, আলেমা আক্তার, বেলু মিয়া, নুর আলী, আসিব আলী, আক্তার মিয়া, সাধন দাস প্রমূখ।
সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বানিয়াচং, আজমিরীগঞ্জ ও লাখাই উপজেলা গ্রাম পুলিশগণ দীর্ঘদিন ধরে হাজিরা ভাতা পাচ্ছেন না। হাজিরা ভাতা না পাওয়ায় কারণে গ্রাম পুলিশদের মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। তারা হাজিরা ভাতা প্রদান করার জন্য সরকারের প্রতি দাবি জানান। সভায় বক্তারা আরো বলেন, গ্রাম পুলিশগণ জীবনের ঝুঁকি নিয়ে সামান্য বেতনে চাকুরী করে অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। অথচ সব কিছু থেকে গ্রাম্য পুলিশদের বঞ্চিত করা হচ্ছে। গ্রাম পুলিশদের চাকুরী সরকারি করণেরও দাবি জানান তারা। এছাড়া সভায় অনেক থানায় ইউপির অংশের বেতন উৎসব ভাতাও থানা যাতায়াত ভাতা পাচ্ছেন না গ্রাম পুলিশগণ। এ বিষয়ে তারা উর্ধ্বতন কর্তৃপক্ষ কাছে লিখিতভাবে আবেদন করা সিদ্ধান্ত নেন। এছাড়াও আগামী ২৩ নভেম্বর ঢাকায় কেন্দ্রীয় সভায় যাওয়ার জন্য জেলা শাখা নেতৃবৃন্দকে আহ্বান জানানো হয়। সভায় নবাগত জেলা প্রশাসকের সাথে সাক্ষাত ও অভিনন্দন জানানোর সিদ্ধান্ত হয় এবং প্রত্যেক সদস্যকে অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার আহ্বান জানানো হয়।
হবিগঞ্জে গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের মতবিনিময়
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com