থিয়েটার অনার্য’র ‘অমর কাব্যের কবি’তে উদ্বোধন
সমাপনী সন্ধ্যায় জীবন সংকেতের নাটক ‘বিভাজন’
স্টাফ রিপোর্টার ॥ আগামীকাল উদ্বোধন হচ্ছে দেশের সবচেয়ে বৃহৎ নাট্যোৎসব। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ছয়টি পৃথক ভেন্যুতে অনুষ্ঠিত এ নাট্যোৎসবের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি প্রজেক্টরের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানটি উপভোগ করবেন। সিলেট বিভাগের উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশিত হবে হবিগঞ্জের থিয়েটার অনার্য’র নৃত্য-গীত আলেখ্য ‘অমর কাব্যের কবি’। আলেখ্যটির গ্রন্থণা করেছেন রুমা মোদক। নির্দেশনা দিয়েছেন অধ্যাপক আমিনুল আশরাফ। অপরদিকে উৎসবের সমাপনী সন্ধ্যায় থাকছে হবিগঞ্জের আরেক নাট্যদল জীবন সংকেতের নাটক ‘বিভাজন’। গ্রুপ থিয়েটার ফেডারেশান আয়োজিত এ বৃহৎ নাট্যোৎসবে হবিগঞ্জের দু’টি নাটকের দল সুযোগ পাওয়া খুবই আনন্দের ও সাফল্যের ব্যাপার বলেই মনে করছেন থিয়েটারের লোকজন।
গ্রুপ থিয়েটার ফেডারেশানের প্রেসিডিয়াম মেম্বার ও জীবন সংকেতের সভাপতি অনিরুদ্ধ কুমার ধর শান্তনু বলেন, ‘নিয়মিত নাট্যচর্চার ফলশ্রুতিতেই হবিগঞ্জের দু’টি দল এই মর্যাদাপূর্ণ উৎসবে নাটক করার সুযোগ পাচ্ছে। এটা হবিগঞ্জের জন্য গৌরবের।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com