স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ মাধবপুরে বর্তমান সরকারের রূপরেখা বাস্তবায়নের মাধ্যমে নিরাপদ, নিয়মিত ও মানসম্মত অভিবাসন নিশ্চিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হল রুমে নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) আয়েশা আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন, উপজেলা প্রকৌশলী জুলফিকার আহম্মদ, শিক্ষা কর্মকর্তা দ্বিজেন্দ্র আচার্য্য, যুব উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আবুল হোসেন, বিআরডিবি কর্মকর্তা মশিউর রহমান, একটি বাড়ি একটি খামার এর সমন্বয়ক পারভীন আক্তার, তথ্য অফিসার নাসরিন সুলতানা, প্রধান শিক্ষক শেখ উম্মে কুলসুম বিথী, ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান, প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন আহম্মদ, সাধারণ সম্পাদক সাব্বির হাসান, সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, রোকনউদ্দিন লস্কর, আবু নাসের মোঃ জামাল, সানাউল হক চৌধুরী, আইয়ুব খান, হিরেশ ভট্টাচার্য্য, আবুল হোসেন সবুজ, রাজীব দেব রায় রাজু, আলমগীর কবির প্রমূখ।
সেমিনার বলা হয়, যারা বিদেশ যেতে ইচ্ছুক তারা প্রশিক্ষিত, ভাষা সম্পর্কে জ্ঞান, ভিসা সম্পর্কে তথ্যাদি সঠিক কিনা এসব বিষয় জেনে বিদেশ গেলে প্রতারিত হওয়ার সুযোগ থাকে না। জাল ভিসা দিয়ে দালালদের প্ররোচণার শিকার হয়ে অনেক পুরুষ মহিলা সর্বশান্ত হয়েছেন। এগুলোর ব্যাপারে সবাইকে সচেতন হওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা আহবান জানান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com