সুমন আহমেদ বিজয়, লাখাই থেকে ॥ লাখাই মুক্তিযোদ্ধা ডিগ্রী কলেজে বিট পুলিশিং এর আওতায় দাঙ্গা, মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং, যৌতুক, তথ্য প্রযুক্তির অপব্যবহার সম্পর্কে ছাত্রছাত্রীদের নিয়ে সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষ জাবেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল) মোঃ রবিউল ইসলাম (পিপিএম সেবা)। বিশেষ অতিথি ছিলেন লাখাই থানার ওসি সাইদুল ইসলাম, ওসি তদন্ত অজয় চন্দ্র দেব।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম বলেন, ছাত্রছাত্রীদের আত্মবিশ^াসী হতে হবে। কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে সকল বাধা বিপত্তি অতিক্রম করতে হবে। সকল প্রকার সামাজিক অপরাধ থেকে দুরে থাকতে হবে। নিজের পরিবারকে ভালবাসতে হবে। শিক্ষার্থীর সফলতার মধ্য দিয়ে পরিবার ও দেশের উন্নতি হয়। এ প্রক্রিয়ায় উন্নত বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। যুক্তিবাদী ও জ্ঞান চর্চা, সত্যকে সত্য, কালোকে কালো, সাদাকে সাদা বলা শিখতে হবে। ন্যায় নিষ্ট আচরণ ও মানবিক গুণাবলী অর্জন করতে হবে। তিনি আরো বলেন, তথ্য প্রযুক্তি আমাদের যতটা না উন্নত করছে ঠিক ততটাই এর অপব্যবহার আমাদের সমাজে অপরাধ সৃষ্টির মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। দাঙ্গা একটি সমাজিক অপরাধ। দাঙ্গার কারণে শত শত পরিবারের স্বপ্নের অকাল মৃত্যু হয়। দাঙ্গা রুখতে আমাদের ও পারিবারিকভাবে সচেতনতা গড়ে তোলা প্রয়োজন। সামাজিক ব্যাধি ইভটিজিং, বাল্যবিবাহ, নারী নির্যাতন, মাদক ও প্রযুক্তির অপব্যবহারসহ সকল প্রকার অপরাধমূলক কর্মকান্ড থেকে শিক্ষার্থীদের বিরত থাকতে হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com