নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা সোমবার দুপুরে উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ কুমার পাল। বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট গতি গোবিন্দ দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন, নবীগঞ্জ থানার ওসি মোঃ আজিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ডাঃ শাহ আবুল খায়ের, মেডিকেল অফিসার ডাঃ নির্মল ঘোষ, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ সরওয়ার শিকদার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী সাইফুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসি, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুল আউয়াল, তথ্য কর্মকর্তা নাহিদা আক্তার, ইউপি চেয়ারম্যান সত্যজিত দাশ, মোঃ আশিক মিয়া, বজলুর রশিদ, মোঃ আবু সাইয়িদ এওলা মিয়া, মুহিবুর রহমান হারুন, ছাইম উদ্দিন, সাজু আহমদ চৌধুরী, ফারছু মিয়া, নারায়ন চন্দ্র রায়, মাহবুবুল আলম সুমন প্রমূখ। সভায় নবীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কিবরিয়া চৌধুরীর উপর সন্ত্রাসী হামলার নিন্দা জানানো হয় এবং অনতিবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার আহবান জানানো হয়। গজনাইপুর ইউনিয়নের জনতার বাজারে সরকারের রাজস্ব বেশি করে আদায়ের লক্ষ্যে দ্রুত টেন্ডারের মাধ্যামে লিজ দেয়ার ব্যবস্থা করা ও বিগত দিনে রাজস্ব আদায়ে অনিয়ম হয়ে থাকলে তা খতিয়ে দেখার আহবান জানানো হয়।
নবীগঞ্জে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com