স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ফৌজদারী আদালত এলাকায় ঘোড়ার কামড়ে ৩ ব্যক্তি আহত হয়েছেন। এ ঘটনায় ঘোড়ারগুলোকে আটক করা হয়। গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ মাঠে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নরসিংদী জেলার ভেলানগর গ্রামের আব্দুল হামিদ বেপারী ৩টি লাল রংয়ের দৌড়ের ঘোড়া হবিগঞ্জ আদালত পাড়ায় বিক্রি করার জন্য নিয়ে আসেন। গতকাল দুপুরে আদালতে আসা বিচার প্রার্থীরা ঘোড়াগুলো দেখতে গেলে হঠাৎ ঘোড়াগুলো ক্ষেপে গিয়ে বানিয়াচঙ্গের রঙ্গু মিয়া, শহরের পুরান মুন্সেফী এলাকার মনু মিয়া ও উমেদনগর এলাকার আমিনা খাতুনকে কামড়িয়ে আহত করে। এসময় স্থানীয় লোকজন ঘোড়াসহ মালিককে আটক করে। বিকেলে ক্ষতিপূরণ দিয়ে মালিক ঘোড়াগুলোকে ছাড়িয়ে নেন। তাছাড়া আহত ৩ জনকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com