স্বপন বনিক ॥ বানিয়াচঙ্গের আড়িয়ামুগুর গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে ৭টি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় লোকজন ঘন্টাব্যাপী আপ্রাণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে শান্তনা দেন।
স্থানীয় এলাকাবাসীর সাথে আলাপকালে জানা যায়, গতকাল সোমবার দুপুর সাড়ে ১২ টায় বানিয়াচং উপজেলার দৌলতপুর ইউনিয়নের আড়িয়ামুগুর বড়হাটি গ্রামের মতিলাল দাসের বসত ঘর থেকে আগুনের সুত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারপাশে ছড়িয়ে পড়ে। এতে রাখাল দাস, মিহির দাস, রমরঞ্জন দাস, অনিল দাস, হরসুন্দর দাসের বসত ঘরসহ সকল আসবাবপত্র পুড়ে চাই হয়ে যায়। স্থানীয় লোকজন ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের সাথে আলাপ কালে তারা কান্না জড়িত কন্ঠে বলেন, আমাদের সকল সহায় সম্বল শেষ হয়ে গেছে। আমরা নিঃস্ব হয়ে গেছি। আমাদের পড়নের কাপর ছাড়া কিছুই নেই।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত রঞ্জিত সরকার বলেন, অনিল দাসের বসত ঘরে নগদ দেড় লাখ টাকা ও ৪ ভরি স্বর্ণালঙ্কার ছিল, যা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। তবে অগ্নিকান্ডের সঠিক কারণ জানা যায়নি।
নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com