নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে পাগলা কুকুরের কামড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার নবীগঞ্জ উপজেলার বনগাঁও, বাশডর, রদ্রগ্রাম, গজনাইপুর এলাকায় পাগলা কুকুরের কামড়ে শিশু ও মহিলাসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে বাশডর গ্রামের নুরুল আমিন (১২), কান্দিগাঁও গ্রামের শেখ রশীদ মিয়া (৬০), বনগাঁও গ্রামের আয়েশা বেগম (৩৮), রিহান মিয়া (০৪), রদ্রগ্রামের সালমান মিয়া (০৭), গজনাইপুর গ্রামের আঃ আহাদ (৫০), বনগাঁও গ্রামের ইসমাইল মিয়াকে (৩২) নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। এছাড়া গুরুতর আহত ইসমাইল মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com