হালাল খাইতে হবে, হারাম থেকে বিরত থাকতে হবে। হালাল খাদ্য ভক্ষন ছাড়া আল্লাহর নিকট কোন ইবাদত বন্দেগী কবুল হবে না। সুদ, ঘুষ সম্পূর্ণ হারাম। হারাম থেকে সকলকে বাঁচতে হবে। আখেরাতের সম্বল দুনিয়া থেকেই জোগাড় করতে হবে। বেশি বেশি করে নেক আমল করতে হবে। ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের সহ গদিনিশিন পীরজাদা আলহাজ্ব মাওলানা শাহ সূফী সৈয়দ মুফতি মঈনুদ্দিন আহমদ আল হোসাইনী এসব কথা বলেন। তিনি আরও বলেন, নিজে নামাজ পড়তে হবে এবং পরিবার পরিজনকে নামাজের জন্য তাগিদ দিতে হবে। বেশি বেশি করে দয়াল নবীর উপর দরুদ ও সালাম পাঠ করতে হবে। তিনি মাধবপুর উপজেলার ইটাখোলায় ইছালে ছাওয়াব মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। মাহফিলের আহ্বয়াক মোঃ আব্দুল আউয়াল নয়নের তত্ত্ব¡াবধানে প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন ঢাকা বায়তুল করিম জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মোশারফ হোসেন হেলালী, মাওলানা ইব্রাহিম সিদ্দিকী, মাওলানা মোজাম্মিল হক মাছুমী, মাওলানা মোস্তাক আহমেদ প্রমূখ। সভা শেষে বাংলাদেশসহ মুসলিম বিশ্বের শান্তি, ঐক্য ও কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। বিজ্ঞপ্তি