মাধবপুর উপজেলার ঐতিহ্যবাহী ছালেহাবাদ মাদ্রাসার ২ শতাধিক এতিম, অসহায় ও দরিদ্র শিক্ষার্থীর মাঝে নিজস্ব অর্থায়নে শীতবস্ত্র প্রদান করেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম-পিপিএম (সেবা)। শীতবস্ত্র বিতরণ উপলক্ষে ছালেহাবাদ মাদ্রাসার হল রুমে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ রকিবুল হাসান চৌধুরীর সভাপতিত্বে ও মাওলানা কামরুল হাসানের পরিচালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (মাধবপুর-চুনারুঘাট সার্কেল) মোঃ নাজিম উদ্দিন (পিপিএম)। বিশেষ অতিথি ছিলেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন, মোঃ আব্দুর রশিদ মেম্বার, মোঃ শাহাব উদ্দিন মেম্বার, বিশিষ্ট মুরুব্বী মোঃ মুশফিকুর রহমান, মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কে.এম শামছুল হক আল মামুন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাদ্রাসার ছাত্র মোঃ কিবরিয়া এবং নাতে রাসূল পরিবেশন করেন মোঃ আরিফুর রহমান। পরে প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ মাদ্রাসার গরীব, অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল ও সোয়েটার তুলে দেন। মাদ্রাসার মঙ্গল ও দেশের কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার সুপার আলহাজ্ব মাওলানা এ.কে.এস উবায়দুর রহমান। বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com