দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে পরিবহন সেক্টর ॥ পুলিশ সুপার

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের মৃত সদস্যদের মৃত্যৃ দাবি পরিশোধ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরের সংগঠনে কার্যালয়ে সমিতির মৃত ১৪ সদস্যের পরিবারের কাছে জনপ্রতি নগদ ৫০ হাজার টাকা করে তুলে দেয়া হয়। এ উপলক্ষে আয়োজিত সভায় সংগঠনের জেলা সভাপতি শহীদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সজিব আলীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা (বিপিএম-পিপিএম)। বিশেষ অতিথি ছিলেন জেলা মটর মালিক গ্রুপের সভাপতি ফজলুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায়, জেলা ট্রাক ট্যাংক লড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি ইয়াদুল হোসেন, ট্রাক মালিক সমিতিরি সহ-সভাপতি তোরাব আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি হাবিবুর রহমান জিতু, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক দিয়ারিছ মিয়া, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, প্রচার সম্পাদক আলী হোসেন, সেলিম আহমেদ, নুরুল ইসলাম রাজু, আব্দুল আউয়াল, কিম্মত আলী, আহম্মেদ চৌধুরী ছায়েদ, ফরিদ মিয়া, মোঃ খলিলুর রহমান ইকবাল, নূরুল ইসলাম লালন প্রমূখ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বলেন, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে পরিবহন সেক্টর। দেশের অন্যান্য জায়গার চেয়ে হবিগঞ্জের পরিবহন সংগঠনগুলোর কার্যক্রম অনেকটা ব্যতিক্রম। তারা শ্রমিকদের কোথায়ও সমস্যা দেখা দিলে তাৎক্ষণিক পাশে দাঁড়ান এবং সহযোগিতা করেন। তিনি মাঝে মধ্যে মহাসড়কে হাইওয়ে পুলিশের সাথে শ্রমিকদের সচেতনা মূলক পরামর্শ সভা করার আহ্বান জানান। পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ সমিতির মৃত ১৪ সদস্যের পরিবারের হাতে জনপ্রতি নগদ ৫০ হাজার টাকা প্রদান করেন।