বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে এসএসসি ও সমমান পরীক্ষা চলাকালীন সময়ে সকাল ৮টা থেকে সাড়ে ৯টা ও দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত সড়কে ট্রাক্টর চলাচল বন্ধ থাকবে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৩টায় বাহুবল অফিসার্স ক্লাবে আয়োজিত উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাহুবল উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান, ভাইস চেয়ারম্যান ইয়াকুত মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াছমিন, ইউপি চেয়ারম্যান ফেরদৌস আলম, শামছুদ্দিন তারা মিয়া, শাহ আব্দাল মিয়া, আজমল হোসেন চৌধুরী, সাইফুদ্দিন, কামরুজ্জামান বশির, বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, উপজেলা কৃষি অফিসার আব্দুল আউয়াল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আমজাদ হোসেন ভূইঞা, উপজেলা প্রকৌশলী আনিছুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হোসেন শাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুসরাত ই-এলাহী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিষ কর্মকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম আসাদুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পারভিন আক্তার, উপজেলা আনসার ভিডিপি ইন্সট্রাক্টর অসিম কুমার, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি নিহার রঞ্জন দেব প্রমূখ।
বাহুবল উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় সিদ্ধান্ত
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com