নবীগঞ্জ চৌকি বিলপাড়ে হযরত শাহ জালাল (র.) এর সফর সঙ্গী হযরত শাহ তাজ উদ্দিন কোরেশী (র) এর পবিত্র মাজার শরীফে আগামী কাল বুধবার ও বৃহস্পতিবার দুই দিনব্যাপী ওরছ মোবারক শুরু হবে। মাজার পরিচালনা কমিটির সভাপতি মাতাব উদ্দিন, সেক্রেটারি হাফিজ গিয়াস উদ্দিন তালুকদার, ক্যাশিয়ার মাসুক চৌধুরী সহ কমিটির সদস্যবৃন্দ, খাদেমবৃন্দ এবং বিলপাড় আলহাজ্ব আব্দুল হাকিম চৌধুরী হাফিজিয়া মাদ্রাসার ছাত্রবৃন্দ ওরছ উপলক্ষে মাজার পরিস্কার পরিচ্ছন্নতা সহ যাবতীয় কার্যক্রম সম্পন্ন করেন। মাজার শরীফের মোতাওয়াল্লী আব্দুল হামিদ চৌধুরী ও এলাকার ভক্তবৃন্দের অর্থায়নে মাজার শরীফের রঙের কাজ সম্পন্ন করে এক বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। মোতাওয়াল্লী পরিবার ও মাজার পরিচালনা কমিটি এবং খাদেমবৃন্দ পবিত্র ওরছ মোবারকে সবার উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন। বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com