উমেদনগর মাদরাসার ইসলামী মহাসম্মেলন হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফী

মঈন উদ্দিন আহমেদ ॥ ওয়াজ নসিহত শুনে তাতে আমল করতে হবে। যদি আমল না করা হয় তাহলে ওয়াজ নসিহত শুনে কোন লাভ হবে না। নিজে নামাজ পড়তে হবে। বাড়িতে নিজের স্ত্রী কন্যাকে নামাজ পড়তে বলতে হবে। সন্তানদের নামাজের জন্য তাগিদ দিতে হবে। শাইখুল হাদীস আল্লামা হাফেজ তাফাজ্জুল হক হবিগঞ্জী (রাহ.)-এর স্মৃতি বিজড়িত, হবিগঞ্জের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া আরাবিয়া উমেদনগর (টাইটেল) মাদরাসার বার্ষিক সভা উপলক্ষে আন্তর্জাতিক ইসলামী মহা-সম্মেলনে হেফাজতে ইসলামের আমীর শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী এসব কথা বলেন। তিনি বলেন, আগে কওমী মাদ্রাসা ও এর ছাত্র শিক্ষকদের জঙ্গী বলা হতো। ভিন্ন চোখে দেখা হতো। কিন্তু সরকার এখন বুঝতে পেরেছে কওমী মাদ্রাসা বা এর ছাত্র শিক্ষক জঙ্গী নয়। তারা জঙ্গী কার্যক্রম সমর্থন করে না। মিথ্যা কথা বলে না। মিথ্যা সাক্ষ্য দেয় না। তারা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ ও তার রাসুলের দেখানো পথে চলে। গতকাল ফজরের নামাজের পর আখেরি মোনাজাতের পূর্বে সংক্ষিপ্ত আলোচনাকালে তিনি এসব কথা বলেন। পরে আখেরি মোনাজাতে দেশ জাতির উন্নতি, সমৃদ্ধি ও শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন আল্লামা শাহ আহমদ শফী। এ সময় মাদ্রাসা ময়দান আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে উঠে। ফজরের নামাজ ও মোনাজাতে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লী অংশ নেন। দোয়া চলাকালে আল্লামা শাহ আহমদ শফী আল্লামা হাফেজ তাফাজ্জুল হক ও জামিয়া ইসলামিয়া আরাবিয়া উমেদনগর (টাইটেল) মাদরাসার জন্য আল্লাহর দরবারে এবং উপস্থিত সকলের কাছে দোয়া চাইলে অনেকেই কান্নায় ভেঙ্গে পড়েন। যারা ওয়াজ মাহফিলে গালাগাল করে তাদের হেদায়েত দানের জন্য তিনি আল্লার কাছে দোয়া চান।
আল্লামা শায়খ আব্দুল মুমিন দা.বা শায়খে পুরানগাঁও এর সভাপতিত্বে সম্মেলনে ভারতের দারুল উলূম দেওবন্দের মুহাদ্দিস আল্লামা হাবিবুর রহমান আ’যমীসহ লন্ডন, আমেরিকা, কানাডা, ভারতসহ দেশের শীর্ষ উলামায়ে কেরামগণ মূল্যবান ওয়াজ নসীহত পেশ করেন।