বিএনপির বিক্ষোভ সমাবেশে জি কে গউছ

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব জি কে গউছ বলেছেন- দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে আন্দোলনের বিকল্প নেই। বিএনপি আইনের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু শুধু আইনী লড়াইয়ের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়াকে মুক্ত করা যাবে না। সরকার খালেদা জিয়াকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। সারাদেশের মানুষ তা উপলব্দি করছে। মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। শনিবার দুপুরে শায়েস্তানগরস্থ বিএনপি কার্যালয়ের সামনে বিএনপির বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
জি কে গউছ আরও বলেন, আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। পুলিশের মাধ্যমে জনগণের কণ্ঠরোধ করা হচ্ছে। মানুষের বাক-স্বাধীনতা কেড়ে নেয়া হয়েছে। বিএনপিকে রাজপথে নামতে দেয়া হচ্ছে না। গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরেই আবারও দেশের গণতন্ত্র ফিরে আসবে। মানুষ তাদের ভোটাধিকার ফিরে পাবে। এ জন্য একটি গণআন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।
জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট শামছু মিয়া চৌধুরীর সভাপতিত্বে ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মিজানুর রহমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিক, অ্যাডভোকেট নুরুল ইসলাম, এম জি মোহিত, অ্যাডভোকেট এস এম বজলুর রহমান, মহিবুল ইসলাম শাহীন, আজিজুর রহমান কাজল, আজম উদ্দিন, অ্যাডভোকেট আফজল হোসেন, এফ এম ফরিদ আহমেদ অলি, গীরেন্দ্র চন্দ্র রায়, মর্তুজা আহমেদ রিপন, জালাল আহমেদ, জহিরুল হক শরীফ, সৈয়দ মুশফিক আহমেদ, সফিকুর রহমান সিতু, অ্যাডভোকেট ফাতেমা ইয়াসমিন, হাসবী সাইদ চৌধুরী, এমদাদুল হক ইমরান, রুবেল আহমেদ চৌধুরী, শাহ রাজীব আহমেদ রিংগন, মিজানুর রহমান চৌধুরী, শাহ ফারুক আহমেদ, সোহেল এ চৌধুরী, আবু ছালেক, আশরাফুল আলম সবুজ, অ্যাডভোকেট কুতুব উদ্দিন জুয়েল, অ্যাডভোকেট গুলজার খান, এম এ রুমেল, রকি আহমেদ, মহিবুর রহমান শাওন, জি কে ঝলক, গোলাম মাহবুব, সৈয়দা লাভলী সুলতানা, আমিনুর রশিদ আনসারী, তুহিন খান, আমিনুল ইসলাম আনু, সোহাগ আহমেদ প্রমূখ।