চুনারুঘাট প্রতিনিধি ॥ ‘মেধা বিকাশই আমাদের অঙ্গিকার’ এই স্লোগানকে সামনে রেখে চুনারুঘাটের এ, জেড, টি মডেল একাডেমি এন্ড টেকনিক্যাল স্কুলের নবীনবরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় উবাহাটা ইউনিয়নের সিকান্দরপুর (তাউসি) গ্রামে প্রতিষ্ঠিত বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ সমাবেশের আয়োজন করা হয়। গত বছরের সার্বিক উন্নতি, অগ্রগতি ও লেখাপড়ার মানোন্নয়ন, জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সফলতাসহ বিভিন্ন বিষয়ে অভিভাবকদের সাথে মতবিনিময় করা হয়। এতে সভাপতিত্ব করেন স্কুলের প্রতিষ্ঠাতা আব্দুল ওয়াহেদ তরফদার মাস্টার। প্রতিষ্ঠানের পরিচালক কে এম নুরুজ্জামান তরফদার স্বপনের পরিচালনায় এতে প্র্রধান অতিথি ছিলেন জালালাবাদ এসোসিয়শন ইউএসএ এর সাধারণ সম্পাদক ও স্কুলের প্রধান পৃষ্ঠপোষক মিজানু রহমান চৌধুরী শেফাজ। বিশেষ অতিথি ছিলেন চুনারুঘাটের উপ-সহকারি কৃষি কর্মকর্তা সৈয়দ সাইদুর রহমান সোহাগ, সমাজ সেবক হারুনুর রশিদ, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মিসেস ফরিদ, বিদ্যোতসাহী সামিউল আহম্মেদ সুমন, সহকারী শিক্ষিকা যথাক্রমে মোছাঃ খাইরুন্নেছা তরফদার, জোনাকী আক্তার, লিজু আক্তার, পারভিন তালুকদার, নাজমুন নাহার, সহকারী শিক্ষক জুনাইদ আহমেদ, অভিভাবক অর্পণা রাণীসহ অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে মানসম্মত ও যুগপোযোগী শিক্ষা প্রদানের স্বার্থে ছাত্র-ছাত্রীদের পড়ালেখার কথা চিন্তা করে বিদ্যালয়ের একটি ভবনের ৪টি রুমের জন্য ৫ লাখ টাকার অনুদানের আশ্বাস এবং এ বছর পিএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নগদ অর্থ প্রদান করেন প্রধান অতিথি স্কুলের প্রধান পৃষ্ঠপোষক মিজানু রহমান চৌধুরী শেফাজ।