স্টাফ রিপোর্টার ॥ মুজিববর্ষ উপলক্ষে আজমিরীগঞ্জের কাকাইলছেও ২ হাজার দরিদ্র-অসহায় লোকজকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। শনিবার সকালে মমচাঁন ভূইয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এ চিকিৎসা সেবা দেয়া হয়। হাওরের কালনী-ভেড়ামোহনা নদীর তীরে স্বাস্থ্যসেবা বঞ্চিত দরিদ্র জনগোষ্ঠীকে মেডিসিন, গাইনি, চর্ম ও শিশুরোগসহ অন্যান্য রোগের চিকিৎসাসহ ঔষধ প্রদান করা হয়। এর আগে প্রধান অতিথি হিসেবে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারেক মোঃ জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অমিতাভ পরাগ তালুকদার, হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মোঃ মুখলিছুর রহমান উজ্জল, উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসান, আজমিরীগঞ্জের চলতি দায়িত্বে থাকা বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন খন্দকার, বিশিষ্ট সাংবাদিক ও আজমিরীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মিজবাহ উদ্দিন ভূইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান নূরুল হক ভুইয়া। মেডিকেল ক্যাম্পে হবিগঞ্জের ভারপ্রাপ্ত সিভিল সার্জনের নেতৃত্বে সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত ১০ জন চিকিৎসক কাকাইলছেও ইউনিয়নসহ এর পাশর্^বর্তী কিশোরগঞ্জ জেলার ইটনা, মিঠামইন উপজেলার হাওর অঞ্চলের দরিদ্র লোকজনকে চিকিৎসা সেবা ও ঔষধপত্র নেন। এছাড়াও উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা দেয়া হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, মুজিববর্ষকে সামনে রেখে প্রত্যন্ত হাওর অঞ্চলের সুবিধা বঞ্চিত মানুষের জন্য জেলা প্রশাসনের এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, প্রত্যেকটি হাসপাতাল, স্বাস্থ্য কেন্দ্র, ক্লিনিকে জনগণের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। কোথাও কোন সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা যাতে অবহেলার শিকার না হন সে দিকে সজাগ দৃষ্টি রাখতে তিনি চিকিৎসকদের প্রতি আহ্বান জানান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com