স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার ধর্মঘর দুর্গাপুর এলাকা থেকে ইয়াবাসহ মুখলেছুর রহমান (৩০) নামে এক অটোরিকশা চালককে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সে দুর্গাপুর গ্রামের ইয়াকুব আলীর ছেলে।
বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহিদুর রশীদ জানান- শনিবার বিকেলে বিজিবি হরষপুর বিওপির সুবেদার জাকিদুল ইসলামের নেতৃত্বে বিজিবি’র টহল দল ওই এলাকায় অভিযান চালিয়ে ১৬৭ পিছ ইয়াবাসহ তাকে গ্রেফতার করে। এ ব্যাপারে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com