বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ স্মৃতি ফাউন্ডেশন ঢাকা গত ২৫ জানুয়ারি বেলা ৪টায় ‘কবিতা ক্যাফে’ অডিটোরিয়াম কাঁটাবন ঢাকায় এক অনুষ্ঠানে বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ স্মৃতি ফাউন্ডেশন গোল্ড মেডেল ২০২০ প্রদান করে। আইন পেশায় এবং সমাজ সেবায় কৃতিত্বপূর্ণ অবদান রাখার জন্য হবিগঞ্জ জজ কোর্টের আইনজীবী মোঃ নুরুল আমীনকে ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বর্ণপদকে ভূষিত করা হয়।
প্রসঙ্গত, তিনি ইতোপূর্বে হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতিতে ৪ বার সভাপতি, ১ বার সেক্রেটারীর দায়িত্বসহ বৃন্দাবন কলেজ ছাত্র সংসদের জি.এস এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং মসজিদের সেক্রেটারী ও সভাপতির দায়িত্ব পালন করেছেন। তাছাড়া তিনি শেরে বাংলা এ.কে. ফজলুল হক গবেষণা পরিষদ থেকেও স্বর্ণ পদকে ভূষিত হন। বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com