হবিগঞ্জ কালিবাড়ীতে দেশ ও জাতির সমৃদ্ধি এবং বিশ্ব শান্তিকল্পে শনিবার ১১তম শ্রীশ্রী গীতাযজ্ঞ ও ধর্মসভা অনুষ্ঠিত হয়েছে। গীতাযজ্ঞ ও ধর্মসভায় অনুষ্ঠানমালার মধ্যে ছিল শুক্রবার সন্ধ্যা ৭টা হতে রাত ১০টা পর্যন্ত ধর্মসভা, রাত ১০টায় শ্রীশ্রী গীতাযজ্ঞের শুভ অধিবাস, শনিবার সকাল ১০টা হতে বিকেল ৪টা পর্যন্ত শ্রীশ্রী গীতাযজ্ঞ ও বিকেল ৪টায় মহাপ্রসাদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে পৌরহিত্য করেন তেলিয়াপাড়ার মহাচৈতন্য মঠের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী সম্ভুনাথানন্দ গিরি মহরাজ। অনুষ্ঠানে হাজারো ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানকে সুন্দরভাবে সফল ও স্বার্থক করায় গীতা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।
সম্প্রতি হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহিরের সাথে স্বাক্ষাত করেন শ্রীশ্রী গীতাযজ্ঞ উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। এ সময় তারা এমপি আবু জাহিরকে অন্যান্য বছরের ন্যায় প্রধান অতিথি থাকার অনুরোধ জানান। কিন্তু পবিত্র ওমরাহ পালনে সৌদি আরবে অবস্থান করায় অনুষ্ঠানে উপস্থিত না থাকলেও তিনি উদযাপন কমিটিকে সবধরণের সহযোগিতা ও আর্থিক অনুদানের আশ্বাস দেন। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com