স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা যুবদল সভাপতি মিয়া মোহাম্মদ ইলিয়াছ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ৬ ফেব্রুয়ারি এই কমিটির অনুমোদন দিয়েছেন। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম নিরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু।
মিয়া মোহাম্মদ ইলিয়াছকে যুবদলের কেন্দ্রীয় কমিটিতে স্থান দেয়ায় হবিগঞ্জে যুবদল নেতাকর্মীদের মাঝে আনন্দ বিরাজ করছে। স্থানীয় নেতারা বলেন, মিয়া মোহাম্মদ ইলিয়াছ একজন পরীক্ষিত ত্যাগী নেতা। আওয়ামী লীগ সরকারের জেল জুলুম নির্যাতন সহ্য করেই মিয়া মোহাম্মদ ইলিয়াছ রাজপথে নেতৃত্ব দিচ্ছেন। দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে মিয়া মোহাম্মদ ইলিয়াছ তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে লড়াই করছেন। এই আন্দোলন করতে গিয়ে তিনি কয়েক ডজন মামলার আসামী হয়েছেন। ইতোমধ্যে ২ বার গ্রেফতার হয়ে কারাবরণ করেছেন। মিয়া মোহাম্মদ ইলিয়াছ হবিগঞ্জ সদর উপজেলার ২নং রিচি ইউনিয়ন পরিষদের টানা ২ বারের নির্বাচিত চেয়ারম্যান। তিনি বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোহাম্মদ ইছাক মিয়ার ছেলে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com