স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরাম সভাপতি ও দৈনিক লোকালয় বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ এমদাদুল ইসলাম সোহেলকে হুমকি, দৈনিক খোয়াই’র সিনিয়র স্টাফ রিপোর্টার জুয়েল চৌধুরী ও নবীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কিবরিয়া চৌধুরীর উপর হামলার ঘটনায় আজ রবিবার প্রতিবাদ সভা আহবান করা হয়েছে। সকাল ১১টায় হবিগঞ্জ প্রেসক্লাবে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে। এতে জেলা সাংবাদিক ফোরামের সদস্যসহ মাঠ পর্যায়ে সকল সাংবাদিকগণ উপস্থিত থাকবেন।
প্রসঙ্গত, শনিবার এমদাদুল ইসলাম সোহেলকে মোবাইল ফোনে প্রাণে হত্যার হুমকি প্রদর্শন করে এক প্রভাবশালী। এছাড়া শুক্রবার রাতে নবীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক কিবরিয়ার চৌধুরীর উপর হামলার ঘটনা ঘটে। বর্তমানে কিবরিয়া চৌধুরী সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com