স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ইসকন ইয়ুথ ফেস্টিভ্যাল ২০২০ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকেলে হবিগঞ্জ শহরের বগলা বাজারস্থ শ্রীশ্রী নরসিংহ জিউ (ইসকন) মন্দিরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ উদয় গৌর দাস ব্রহ্মচারীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ইসকন বাংলাদেশের সহ-সভাপতি ও সিলেট ইসকন মন্দিরের অধ্যক্ষ শ্রীপাদ দেবর্ষী শ্রীবাস দাস ব্রহ্মচারী, নবীগঞ্জ উপজেলা ইসকন মন্দিরের সাধারণ সম্পাদক শ্রীমান যুগধর্ম দাসাধিকারী। সন্ধ্যায় ইসকন ইয়ূথ ফোরাম হবিগঞ্জের উদ্যোগে আধুনিক সুশীল সমাজ গঠনে ইসকনের অবদান শীর্ষক টক শো অনুষ্ঠিত হয়। পরে মহাপ্রসাদ ও উপহার বিতরণ করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com