চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের লালচান্দ চা বাগানের পুরানবাজারের ব্যবসায়ী সুমন মিয়ার বসতঘরে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। শনিবার দুপুরে এ চুরি সংঘটিত হয়। ওই সময় বাসায় কেউ ছিলেন না। এ সুযোগে সংঘবদ্ধ চোরেরা ঘরে প্রবেশ করে প্রায় দুই লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। বিষয়টি জানার পর চুনারুঘাট থানা পুলিশ, জনপ্রতিনিধি ও মুরুব্বীয়ান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ব্যবসায়ী সুমন মিয়া জানান, সুবিচারের জন্য মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন তিনি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com