স্টাফ রিপোর্টর ॥ শাহজীবাজার রাবার বাগানে বনদস্যুদের হামলায় ২ প্রহরী আহত হয়েছেন। গতকাল শনিবার বিকেলে এ ঘটনাটি ঘটে। হামলায় গুরুতর আহত আশরাফুল (৩০) ও সুলিল দেবকে (৪০) হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার শাহজীবাজার বন উন্নয়ন কর্পোরেশন রাবার বাগানে প্রতিদিনের ন্যায় বন প্রহরীরা (আনসার সদস্য) পাহারা দিচ্ছিলেন। এসময় বনদস্যুরা তাদের উপর অতর্কিত হামলা চালায়। এক পর্যায়ে আশরাফুল ও সুলিল দেবকে কুপিয়ে ক্ষত বিক্ষত করে। পরে অন্যান্য প্রহরীরা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com