চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে পদক্ষেপ গণপাঠাগারের উদ্যোগে বইপাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার সকাল ১১টায় পাঠাগারের সভাপতি ও উপসচিব মোস্তফা মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। পাঠাগারের কোষাধ্যক্ষ এস এম মিজানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ, পাঠাগারের সাবেক সভাপতি ও লংলা কলেজের অধ্যাপক মাজহারুল ইসলাম রুবেল ও লন্ডন প্রবাসী সাংবাদিক সাথী মোক্তাদির কৃষান চৌধুরী। বক্তব্য রাখেন হুমায়ূন কবির মিলন, মনিরুল ইসলাম জুয়েল, হুমায়ূন কবির চৌধুরী, একতারামুল সোহাগ, আজিজুর রহমান কাজল, নুর উদ্দিন প্রমুখ।
সভায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে ২০১৯-২০ সনে ভর্তি হওয়া উপজেলার ২৮ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও ক্রেস্ট এবং ২০১৯ সালে বইপাঠ প্রতিযোগিতায় ৮৪ জনকে পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com